ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৭ অক্টোবর ২০১৮

বাংলাদেশে এসেছে আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।  বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে রাখা হয় ট্রফিটি। এই ট্রফি দেখতে খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না।  এর সঙ্গে দুপুরে ছবি তোলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

এই সময় মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ। একে একে প্রায় সবাই আসেন বিশ্বকাপ ট্রফির কাছে। এক পর্যায়ে সেটির সঙ্গে সবাই ছবি তোলেন। সেলফিও তোলেন তারা।

কিন্তু যার নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা আসেননি। তিনি কোথায়?  সাংবাদিকদের এ প্রশ্ন ছোড়া মাত্রই রসিকতার সুরে মুশফিকের উত্তর-মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন! সেই চিন্তাতে তিনি মগ্ন আছেন।

মুশফিকের কথায় সবাই সাঁই দিয়ে জোরালো সমর্থন দেন। হয়তো সেই রণ কৌশল ঠিক করতে চিন্তিত মাশরাফি। তার হার না মানা নেতৃত্বে বিশ্বকাপ জিতুক বাংলাদেশ। বিশ্বমঞ্চে সোনালি ট্রফি উঁচিয়ে ধরুক টাইগাররা। পূর্ণ হোক সকল প্রাপ্তি। সেই সাথে দেশের ষোলো কোটি ক্রিকেটপ্রেমী মানুষ ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি