ফজলে রাব্বির অভিষেক, স্কোয়াডে নেই রুবেল
প্রকাশিত : ১৪:২৭, ২১ অক্টোবর ২০১৮
এশিয়া কাপে ফাইনালিস্ট হওয়ার সুখস্মৃতি নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যাশা মতোই অভিষেক হচ্ছে অলরাউন্ডার ফজলে রাব্বির।
স্কোয়াডে সুযোগ পেয়েছেন দলে ডাক পাওয়া সাইফুদ্দিন। মূলত ইনজুরির কারণে সাকিব দলে না থাকায় রাব্বি ও সাইফুদ্দিনকে বিকল্প ভাবা হচ্ছে।
এদিকে আজকের ম্যাচে ১১ জনের স্কোয়াডে নেই সিমার রুবেল হোসেন। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপুকে।
আরও পড়ুন : টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বাংলাদেশের
লিটন দাসের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে ইমরুল কায়েসকে।
তিন নম্বরে যেহেতু সাকিব আল হাসান নেই, সেক্ষেত্রে মোহাম্মাদ মিঠুনের উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজম্যান্ট। আর নিজের প্রিয় পজিশন চার নম্বরেই থাকবেন মুশফিকুর রহীম।
এদিকে পাঁচ নম্বর পজিশনে দেখা যেতে পারে ফজলে রাব্বিকে। ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন যথারীতি।
সাতে অলরাউন্ডার সাইফউদ্দিনকে খেলাতে টিম ম্যানেজমেন্ট।
আর আটের জন্য মিরাজ রাখা হয়েছে। নয় নম্বরে থাকবেন অধিনায়ক মাশরাফি। দশ ও এগারো নম্বর পজিশনে খেলবেন মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
বোলিংয়ে দুই পেসার, একজন মিডিয়াম পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। স্পিনারদের সাপোর্ট দেওয়ার জন্য অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই।
বাংলাদেশ একাদশ
১. লিটন দাস
২. ইমরুল কায়েস
৩. মোহাম্মদ মিঠুন
৪. মুশফিকুর রহীম
৫. ফজলে রাব্বি
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ সাইফুদ্দিন
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
১০. মুস্তাফিজুর রহমান
১১. নাজমুল ইসলমা অপু
/ এআর /