টেস্ট দলে ঠাই হয়নি তুষার ইমরানের, অধিনায়ক রিয়াদ
প্রকাশিত : ১৮:৫৬, ২৪ অক্টোবর ২০১৮
দলে ফেরার আশা জাগিয়েও শেষ পর্যন্ত ডাক পেলেন না তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে দুর্দান্ত ফর্মে আছেন তুষার ইমরান। তাঁর মতো একজন অভিজ্ঞকে দলে আনার সম্ভাবনা জোরালো হয় ৩০ বছর বয়সী ফজলে রাব্বিকে ওয়ানডে দলে অন্তর্ভূক্ত করায়।
দু’দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন যে, তুষারকে দলে রাখা হতে পারে। কিন্তু আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের জন্য যে দল ঘোষিত হলো তাতে নেই ৩৪ বছর বয়সী এই মিডলঅর্ডার। বিসিবি সূত্র জানাচ্ছে, তুষারের অপেক্ষাটা বাড়ছেই।
গত তিন বছর ধারাবাহিক প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্য বইয়ে দিচ্ছেন। ২৪ মাসেরও কম সময়ে ২৮ ইনিংসে করেছেন দুই হাজার রান। এ বছরেই এক হাজার রান করেছেন, করেছেন ৭টি সেঞ্চুরি। জাতীয় লিগের এই পর্বেও রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে করেছেন ৭১ রান।
সাদা পোশাকে যিনি গত কয়েক বছর ধরে ধারাবাহিকতার প্রতিচ্ছবি, সেই তুষার কি একটা সুযোগ পাবেন? ১১ বছর পর জায়গা পাবেন বাংলাদেশ টেস্ট দলে?
তাক ডাকার পক্ষে যুক্তিও গ্রহণযোগ্য। ফজলে রাব্বি ডাক পেলে তুষার কেন পাবেন না? আবদুর রাজ্জাক ডাক পেলেন তুষারের প্রতি এ অন্যায় কেন? দল থেকে ছিটকে পড়া সৌম্য সরকার ঘরোটা ক্রিকেটে ভালো খেলে দলে ফিরতে পারলে তুষারের ক্ষেত্রে উল্টোটা হবে কেন?
গত কদিন আলোচনাটা এসেছে ঘুরেফিরে। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠেছে। নির্বাচকেরা এরই মধ্যে টেস্ট দল পাঠিয়েছেন বিসিবি সভাপতির কাছে।
সেই দলে যে তুষারের জায়গা হয়নি, সেটি অনেকটাই নিশ্চিত। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এখনই টেস্ট দল নিয়ে কিছু বলতে চাইলেন না, ‘দল দিলেই বুঝতে পারবেন, এখনই এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’
তুষারের থাকা না থাকা নিয়ে কিছু না বললেও প্রধান নির্বাচক এটি নিশ্চিত করলেন, মাহমুদউল্লাহকে অধিনায়ক করেই তাঁরা দল দিয়েছেন। বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় প্রশ্ন উঠেছিল, তাঁর জায়গায় কে করবেন অধিনায়কত্ব।
গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মতো এবারও নেতৃত্বের ভারটা উঠছে মাহমুদউল্লাহর কাঁধে। বিসিবি অবশ্য এখনো টেস্ট অধিনায়কত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
/ এআর /