আবারও শূণ্যতেই সাজঘরে রাব্বি
প্রকাশিত : ২০:৫৯, ২৪ অক্টোবর ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেও শূণ্য রানেই সাজঘরে ফিরে গেলেন ফজলে রাব্বি মাহমুদ। লিটন দাস আউট হলে ওয়ান-ডাউনে নেমে ৫ বল খেলেও রানের খাতা খোলার আগেই আউট হয় বাংলাদেশি এই ব্যাটসম্যান। সিকান্দার রাজার বলে উইকেট রক্ষক টেইলরের স্ট্যাম্পিং এর শিকার হয়েছেন রাব্বি।
তিন সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ২৪৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে লিটন দাস ও ইমরুল কায়েস মিলে করেন ১৪৮ রান। ব্যক্তিগত ৮৩ রানে লিটন আউট হলে ক্রিজে আসেন রাব্বি। তবে পঞ্চম বলেই নিজের বোকামিতে ক্রিজের বাইরে এসে টেইলের স্ট্যাম্পিং এর কাছে পরাস্ত হন রাব্বি।
প্রথম ম্যাচেও ‘ডাক’ এর পর এই ম্যাচে রাব্বির দলে থাকা ছিলো প্রশ্নবিদ্ধ। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আস্থায় দলে থেকেও প্রতিদান দিতে পারেননি সেই ভরসার। ক্রিজের অপর প্রান্তে ৭৪ বলে ৬৪ রান করা সেট ব্যাটসম্যান ইমরুল কায়েসকে সঙ্গ দিতে পারেননি এই ব্যাটসম্যান।
২৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান। ইমরুলের সাথে আছেন সদ্য ক্রিজে নামা মুশফিকুর রহমান।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে ১-০-তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
//এস এইচ এস//