ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সৌম্যর শতক, দুইশ পার্টনারশিপ সৌম্য-ইমরুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২৬ অক্টোবর ২০১৮

অবশেষে হেসে উঠলো সৌম্য সরকারের ব্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শতক হাকালেন ধারাবাহিক ব্যর্থতায় থাকা সৌম্য।

ইনিংসের প্রথম বলেই লিটনকে হারালেও দলকের চাপ বুঝতে দেননি দুই বাহাতি ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। ইমরুল কিছুটা মেপে খেললেও শুরু থেকেই মারকুটে স্টাইলে খেলতে থাকেন সৌম্য সরকার। মাত্র ৮১ বলেই পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজার বলে তিরিপানোর তালুবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে ৯২ বলে ১১৭ রান করেন সৌম্য।

আউট হওয়ার আগে অবশ্য ইমরুলকে নিয়ে গড়ে গেছেন আরেকটি মাইলফলক। দ্বিতীয় উইকেট জুটিতে ২২০ রান করেছেন এই দুই ব্যাটসম্যান। জুটি থেকে সৌম্য বিদায় নিলেও আরেকটি শতকের পথে এগিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস। ৯০ বলে ৯৩ রান করে এখন পর্যন্ত অপরাজিত আছেন ইমরুল।

প্রসঙ্গত, ম্যাচের শুরুতে টসে জিতে সফরকারীদের ব্যাট করার আমন্ত্রণ দেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাত্র ৬ রানেই দুই উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৬ রান।

জিম্বায়ের দেওয়া লক্ষ্য তাড়া করতে ব্যাটিং এ নেমে শুরুতেই বিপাকে পরে টাইগাররাও। প্রথম বলেই জার্ভিসের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পরে সাজঘরে ফেরেন লিটন দাস।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি