৯ বছর পর দলে ফিরেই ম্যাচ জিতালেন ডেনলি
প্রকাশিত : ১১:২৩, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৩৩, ২৮ অক্টোবর ২০১৮
৯ বছর পর ডাক পেলেন জো ডেনলি। মাঝে কেটে গেছে ৩১৭২টি দিন এবং ইংল্যান্ড খেলেছে ৩৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। অনেক লম্বা সময় পর ফেরার দিনটাকে রাঙিয়ে দিলেন ৩২ বছরের এই ইংলিশ ক্রিকেটার। তার বোলিং নৈপুণ্যে পাত্তা পেল না শ্রীলঙ্কা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভালো অবদান রাখার পর খণ্ডকালীন এই স্পিনার ৪ উইকেট নিয়ে দলকে জেতালেন ৩০ রানে।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জেসন রয়ের ঝড়ে ৮ উইকেটে ১৮৭ রান করে ইংল্যান্ড। তারপর থিসারা পেরেরা ফিফটি পেলেও ডেনলি ও আদিল রশিদের স্পিনে শ্রীলঙ্কার ভরাডুবি হয়। ১৫৭ রানে অলআউট হয় তারা।
আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন জেসন। ৩৬ বলে ৪ ছয় ও ৬ চারে ৬৯ রান করেন এই ওপেনার। শেষ দিকে মঈন আলী ১ চার ও ৩ ছয়ে ১১ বলে ২৭ রান করে স্কোরবোর্ডে দারুণ অবদান রাখেন। এছাড়া বেন স্টোকসের ২৬ রানের পর ডেনলির ১৭ বলে ২০ রান ছিল বলার মতো।
টিআর/