ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শনিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫৯, ২ নভেম্বর ২০১৮

শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায়। এই ম্যাচটি জিততে পারলেই ট্রফি নিয়ে উৎসবে মাতবে বাংলাদেশের কিশোররা।    

বাংলাদেশ ফাইনালে উঠেছে শক্তিশালী ভারতকে হারিয়ে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে নায়ক বনে যান গোলরক্ষক মেহেদি হাসান। তার বীরত্বে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে এই ভারতকে হারিয়েই প্রতিযোগিতার একমাত্র শিরোপাটি জিতেছিল বাংলাদেশ।

অপরদিকে, পাকিস্তান ফাইনালে উঠেছে সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে। স্বাগতিক নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়। স্বভাবতই পাকিস্তান ভালো ছন্দে আছে। তবে গ্রুপপর্বে এই নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশও (২-১ গোলে)। মালদ্বীপের বিপক্ষে তো তাদের জয়টি ছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে।

আনফা কমপ্লেক্স মাঠে ফাইনালে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা জিতলেই বাংলাদেশ ছুঁয়ে ফেলবে ভারতকে। কারণ আগের চার আসরে বাংলাদেশ ও পাকিস্তান একবার করে শিরোপা জিতলেও, ভারত সে স্বাদ পেয়েছে দুবার।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি