নেইমার-এমবাপে নৈপুণ্যে পিএসজির জয়
প্রকাশিত : ০৯:০২, ৩ নভেম্বর ২০১৮
গোল করেছেন কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন নেইমারও। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে লিগ ওয়ানে জয়ধারা ধরে রেখেছে পিএসজি।
শুক্রবার রাতে লিলকে ২-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে লিগের শুরুর টানা ১২ ম্যাচ জিতলো গতবারের চ্যাম্পিয়না। এর আগের রেকর্ডটি ছিল টটেনহ্যাম হটস্পারের। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে রেকর্ডটি গড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
ঘরের মাঠে শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। কিন্তু প্রথমার্ধে খুব বেশি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা।
বিরতে থেকে ফিরে গোলের অপেক্ষা শেষ হয় স্বাগতিকদের। ম্যাচের ৭০তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ফরাসি ফরোযার্ড এমবাপে।
ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট এক জনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।
তবে যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান কমান লিলের ফরাসি ফরোয়ার্ড নিকোলাস। তবে যাইহোক, শেষ পর্যন্ত টানা দ্বাদশ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
সূত্র: গোল ডটকম
একে//