টানা ১১ সিরিজ জয় পাকিস্তানের
প্রকাশিত : ১৩:৫০, ৩ নভেম্বর ২০১৮
থামানো যাচ্ছে না সরফরাজ বাহিনীকে। অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। তবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের উত্তেজক প্রথম ম্যাচে এসেছিল মাত্র দু’রানে জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ জিতল পাকিস্তান। এ নিয়ে টানা এগারোটি টি টোয়েন্টি সিরিজ জিতলেন শরফরাজরা।
শুধু তাই নয়, টানা ১১টি ম্যাচে রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়লো পাকিস্তানিরা। শেষ ম্যাচটিতে একেবারে শেষ ওভারে এসে হয়তো জিততে হয়েছে। তবে কখনোই মনে হয়নি তারা হারতে পারে। বরং, হেসে-খেলেই নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা।
শুক্রবার দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনার কলিন মুনরো ও কোরে অ্যান্ডারসন দু’জনেই করেন মারকাটারি ৪৪ রান। এছাড়াও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৩ রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা। ২০ রানে তিন উইকেট নিয়ে পাক বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন আলি আফ্রিদি।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হয়নি পাকিস্তানের। ৪০ রানের একটি দুরন্ত ওপেনিং পার্টনারশিপ উপহার দেন ফকহর জামান এবং বাবর আজম। ব্যক্তিগত ২৪ রানে ফকহর প্যাভিলিয়নে ফিরলে আজমের সঙ্গে জুটি বাঁধেন আসিফ আলি। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় পাকিস্তানের।
বাবর আজম ৪০ রানে ফিরে গেলেও ঘরের মাঠে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন আসিফ আলি ও মহম্মদ হাফিজ। আলি করেন ৩৪ বলে মূল্যবান ৩৮। অন্যদিকে ২১ বলে দ্রুত ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন হাফিজ। শোয়েব মালিক ৭ বলে ১০ রান করে আউট হলেও ক্রিজে নেমে কোন বলই খেলতে হয়নি অধিনায়ক সরফরাজকে। দুই বল বাকি থাকতেই দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে বহু যুদ্ধের সৈনিক হাফিজ। তিনি ২১ বলে ৩৪ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আগামীকাল রোববার দুবাইয়ে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি খেলবে দুই দল।
একে//