ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ৩ নভেম্বর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ শেষে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

আজ শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে পাকিস্তান। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায়। এই ম্যাচটি জিততে পারলেই ট্রফি নিয়ে উৎসবে মাতবে বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ ফাইনালে উঠেছে শক্তিশালী ভারতকে হারিয়ে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে নায়ক বনে যান গোলরক্ষক মেহেদি হাসান। তার বীরত্বে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে এই ভারতকে হারিয়েই প্রতিযোগিতার একমাত্র শিরোপাটি জিতেছিল বাংলাদেশ।

অপরদিকে, পাকিস্তান ফাইনালে উঠেছে সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে। স্বাগতিক নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়। স্বভাবতই পাকিস্তান ভালো ছন্দে আছে। তবে গ্রুপপর্বে এই নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশও (২-১ গোলে)। মালদ্বীপের বিপক্ষে তো তাদের জয়টি ছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি