১ ওভারে ৪৩ রান!
প্রকাশিত : ১৮:২৭, ৭ নভেম্বর ২০১৮
এতদিন এক ওভারে ৩৯ রানের রেকর্ড ছিল বাংলাদেশের দখলে। পাঁচ বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর খেলোয়াড আলাউদ্দিন বাবুর বলে শেখ জামালের হয়ে খেলা চিগুম্বুরা এক ওভারে ৩৯ রানের রেকর্ড গড়েন। লিস্ট-এ ক্রিকেটে এত দিন এটাই ছিল এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু এখন আর নয়। আলাউদ্দিন বাবুকে পেছনে ফেলে এই রেকর্ডের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের উইলিয়াম লুডিক।
হ্যামিল্টনে আজ নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মুখোমুখি হয়েছিল নর্দান ডিস্ট্রিক্টস। এই ম্যাচে নিজের দশম ওভার করার আগে লুডিকের বোলিং ফিগার ছিল ১ উইকেটে ৪২। শেষ ওভারটি করার পর লুডিকের বোলিং ফিগার ১ উইকেটে ৮৫! বোঝাই যাচ্ছে বেধড়ক মার খেয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই পেসার। সেটি নর্দান ডিস্ট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার আর ব্রেট হ্যাম্পটনের কাছে। দুজন মিলে ছয় ছক্কা হয়ে হাঁকিয়েছেন এক ওভারে।
এর মধ্যে দুটি ছিল ‘নো বল’—এই দুই বলেই ছক্কা। দুটি অবৈধ ডেলিভারি সহ ওই ওভারে মোট ৮টি ডেলিভারি থেকে রানসংখ্যা এমন—৪, ৬+নো বল, ৬+নো বল, ৬, ১, ৬, ৬ ,৬। অর্থাৎ এক ওভারে ৪৩ রান। লিস্ট-এ ক্রিকেটে এটি এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
কার্টারের ১০২* আর হ্যাম্পটনের ৯৫ রানে ভর করে ৭ উইকেটে ৩১৩ রান তুলেছিল নর্দান ডিস্ট্রিক্টস। তাড়া করতে নেমে ২৫ রানে হেরেছে সেন্ট্রাল। অর্থাৎ লুডিকের করা ওই ওভারে ৪৩ রানই কাল হয়ে দাঁড়িয়েছে সেন্ট্রালের জন্য।
এসি