ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌসুমের শেষ ট্রফির লক্ষ্যে রজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৯, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টেনিস মৌসুমের শেষ প্রতিযোগিতা এটিপি ফাইনালস আজ রোববার থেকে লন্ডনের ও-টু স্টেডিয়ামে শুরু হচ্ছে। বিশ্বের সেরা আট তারকা খেলবেন দু’টি গ্রুপে। একটি গ্রুপ গুগা কুয়ের্তেনের নামে। অন্যটি গ্রুপ লেটন হিউইটের। দু’টি গ্রুপ থেকে সেরা দুই তারকা খেলবেন সেমিফাইনালে।

‘কুয়ের্তেন’ গ্রুপে আছে নোভাক জোকোভিচ, মারিন চিলিচ, আলেকজান্ডার জেরেভ ও জন ইসনার। ‘হিউইট’ গ্রুপে লড়াইটা রজার ফেডেরার, কেভিন অ্যান্ডারসন, দমিনিক থিম ও কেই নিশিকোরির। ‘কুয়ের্তেন’ গ্রুপে লড়াইটা একপেশে হবে বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা। তারা এগিয়ে রাখছেন জোকোভিচকে। পাশাপাশি ফেডেরারদের গ্রুপে কাউকেই এগিয়ে রাখছেন না কেউ। ফেডেরার অবশ্য জানিয়েছেন, তার লক্ষ্য মৌসুমের শেষ ট্রফি জেতা। 

সূত্র: আনন্দবাজার

একে         


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি