ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সংগ্রহ ৪৬৯/৭

মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪২, ১২ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। প্রথম দিনের শুরুটা ভালো না হলেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশত রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যান। তবে এই জুটি বেশি দূর এগিয়ে যেতে পারেনি। নিজের ৩৬ রানে আউট হন মাহমুদউল্লাহ।
গতকাল টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ - ৪৬৯/৭
বাংলাদেশ একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ :
হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস এবং তেন্দাই চাতারা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি