মিরপুর টেস্টের তৃতীয় দিন
টিরিপানোর প্রতিরোধ ভাঙলেন তাইজুল
প্রকাশিত : ১০:৫৭, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪২, ১৩ নভেম্বর ২০১৮
জমজমাট মিরপুর টেস্টের তৃতীয় দিন আজ মঙ্গলবার প্রথম ইনিংসে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল।
শুরুতেই টিরিপানোর প্রতিরোধ ভাঙলেন তাইজুল। একের পর এক বল ঠেকিয়ে যাওয়া ডোনাল্ড টিরিপানোর প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের হাত ধরে তৃতীয় দিন সকালে এলো প্রথম সাফল্য।
নাইটওয়াচম্যান টিরিপানো দ্বিতীয় দিনের শেষ বেলা কাটিয়ে দেওয়ার তৃতীয় দিনেও খেলছিলেন দারুণ সতর্কতায়। প্রথম ঘণ্টার শেষ দিকে তাইজুলের বাঁহাতি স্পিনে স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়ে শেষ হয় তার সংগ্রাম।
৪৬ বল খেলে ৮ রান করেন টিরিপানো। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে ব্রায়ান চারির সঙ্গী ব্রেন্ডন টেইলর।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৩ ওভার চার বল খুইয়ে ৬২ রান।
এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯*) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে।
প্রসঙ্গত, এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। ৪৯৭ রানে পিছিয়ে রয়েছে হ্যামিল্টন মাসাকাদজার দল। ফলোঅন এড়াতে আরও ১৯৮ রান চাই দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা জিম্বাবুয়ের।
একে//