ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

জিম্বাবুয়ে- ২১৩/৮

জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ১৫ নভেম্বর ২০১৮

শেষ দিনের দায়িত্বটা বোলারদের। সকাল থেকে তারা সেই চেষ্টাই করছেন। সফলও হচ্ছেন। শুরুতেই শন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। এরপর সিকান্দার রাজাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরালেন তাইজুল ইসলাম।

ব্রেন্ডন টেইলরের সঙ্গে ক্রিজে জমে গিয়েছিলেন পিটার মুর। দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। কোন ভাবেই আটকানো যাচ্ছিল না তাদের। পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে অবশেষে ভাঙল এ ভয়ংকর জুটি।
পিটার মুরকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এতে ভাঙল টেইলর-মুরের ৬৬ রানের জুটি। এ জুটি ভাঙায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে নিজের রানের খাতায় একটি দারুন শত রান যোগ করলেন ব্রেন্ডন টেইলর।

শেষ খবর পর্যন্ত ৮ উইকেটে ২১৩ রান করেছে জিম্বাবুয়ে।

আগের দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।

উল্লেখ্য, এর আগে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৪৪৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এরমধ্যে প্রথম ইনিংসে ২১৮ রানের লিড পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ চাইলে ফলোঅন করাতে পারতো জিম্বাবুয়েকে। কিন্তু পঞ্চম দিনে ব্যাট করার ঝুঁকি নেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে মিঠুনের ফিফটি এবং মাহমুদুল্লাহ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি