ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৮, ২৩ নভেম্বর ২০১৮

প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে মাত্র ৯ রান যোগ করেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে টিম টাইগারদের সংগ্রহ ৩২৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম দিন ভালো-খারাপ দুই দিকই ছিল। মুমিনুল হকের সেঞ্চুরি, সেই সঙ্গে টেলএন্ডারদের দায়িত্বশীল ব্যাটিং, টাইগারদের অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আজ দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রান যোগ করে গতকালের ৩১৫ রানের সঙ্গে।
আগের দিনে অভিষিক্ত নাঈম হাসান ২৪ ও তাইজুল ইসলাম ৩২ রানে অপরাজিত ছিলেন। আজ নাঈম মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। তবে তাইজুল অপরাজিত ছিলেন ৩৯ রান করেন। যদিও শেষে আউট নিয়ে কিছুটা নাটকিয়তা দেখা যায়, তবে পরের বলে আউট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় মুস্তাফিজুর রহমান।
এর আগে দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকারের ব্যর্থতা ও বিপর্যয় পুষিয়ে দেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ১০৪ রানের জুটি গড়েন তারা। কায়েস ৪৪ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হন মুমিনুল। শেষ পর্যন্ত তিনি ১৬৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১২০ রানে কেমার রোচের বলে বিদায় নেন। অধিনায়ক সাকিব আল হাসানও ভালো কিছু করতে পারেননি (৩৪)। ব্যর্থতার খাতায় নাম লেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। তবে শেষ দিকে মেহেদি হাসান মিরাজ (২২), নাঈম ও তাইজুলের ব্যাটে তিনশ রানের কোটা পার করে বাংলাদেশ।
ক্যারিবীয় বোলারদের মধ্যে প্রথম দিন শেনন গ্যাব্রিয়েল ৪টি উইকেট নেন। জোমেল ওয়ারিকন ২টি এবং দেবেন্দ্র বিশ ও রোচ একটি করে উইকেট পান।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩২৪ রান। একই সঙ্গে এখন ব্যাট করছে ওয়েস্ট উইন্ডিজ। তাদের সংগ্রহ- ৬ ওভারে ২০/০।
বাংলাদেশ একাদশ :
সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি