বিশ্বরেকর্ড গড়লেন নাঈম
প্রকাশিত : ১৬:৩৪, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৭, ২৩ নভেম্বর ২০১৮
নাঈম হাসান চট্টগ্রাম টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। অভিষেক ম্যাচে এই টিনেজ অফ স্পিনার আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলে নিয়েছেন ৫ উইকেট। এই দুর্দান্ত পারফরমেন্সে তিনি গড়ে ফেলেছেন বিশ্বের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি।
১৭ বছর ৩৫৫ দিন বয়সে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন নাঈম। এতদিন পর্যন্ত সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল অস্ট্রেলিয়ার গতিদানব প্যাট কামিন্সের। তিনি ১৮ বছর ১৯৩ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। তবে অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের ৮ম বোলার তিনি। গত ইংল্যান্ড সফরে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন আরেক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
আজ নাঈমের পঞ্চম শিকার হয়েছেন জোমেল ওয়ারিক্যান। ২৬ বলে ১২ রান করে নাঈমের স্পিন করে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। নাঈমের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৪৬ রানে অল-আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের থেকে তারা পিছিয়ে থাকে ৭৮ রানে।
এসি