বাংলাদেশ ৩২৪ & ১২৫/৯
২০৩ লিডেই থামল টাইগাররা
প্রকাশিত : ১০:৫৭, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৯, ২৪ নভেম্বর ২০১৮
চট্টগ্রাম টেস্টে বড় লিড নিয়েও অস্বস্তিতে স্বাগতিকরা। তৃতীয় দিনে শুরুতে বিদায় নেন মুশফিকুর রহিম। তার পরেই বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। এর পর বিদায় মাহমুদুল্লাহ-নাঈম হাসানের। সব শেষে বিদায় তাইজুল ইসলামের।
গতকাল দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে আজ শনিবার মাঠে নামে টাইগাররা।
দিনের প্রথম ওভারে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে সুইপ করে চার মেরেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু লিডটা টাইগার শিবিরে ঠিক স্বস্তি দিচ্ছে না। তাই পরের ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে ফিরলেন মুশফিক। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মেহেদী ৩৫ বলে ১৮ রান করে ফেরেন। দেবেন্দ্র বিশুর বোলে শেন ডওরিচের ক্যাচে আউট হন তিনি। এরপর বিদায় মাহমুদুল্লাহ-নাঈম হাসানের। সব শেষে বিদায় তাইজুল ইসলামের। মুস্তাফিজ ৩ বোলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে। এতে বাংলাদেশের লিড পায় ১৩৩ রান। শেষ পর্যন্ত ৩২৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
একে//