ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

১৮-র আগেই ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ২৪ নভেম্বর ২০১৮

বৃহস্পতিবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের তালগোল পাকানো ব্যাটিংয়ে বাংলাদেশ পথ হারালেও তার কীর্তি ম্লান হওয়ার নয়। শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৭৮ রানের লিড এনে দেয়ার পথে দেশের সীমানা ছাড়িয়ে নাঈম হাসান গড়েছেন দারুণ এক বিশ্বরেকর্ড। রাঙিয়েছেন ইতিহাসের পাতা।

টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড এখন বাংলাদেশের এই তরুণ অফ-স্পিনারের। ৬১ রানে পাঁচ উইকেট নিয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৬ রানে গুটিয়ে দেন নাঈম। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো বোলার ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই অভিষেকে পাঁচ উইকেট পেলেন।

রেকর্ড বইয়ে লেখা থাকবে তার অভিষেকের দিনটি। ১৭ বছর ৩৫৫ দিন বয়সে টেস্ট আঙিনায় পা রাখা নাঈম প্রথমদিনে দেখিয়েছিলেন তার ব্যাটিং সামর্থ্যরে ঝলক। শুক্রবার বোলার নাঈমের উদ্ভাসিত অভিষেকের সাক্ষী হল চট্টগ্রাম টেস্ট। সাদা পোশাকে অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট শিকারের আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ বছর ১৯৩ দিন বয়সে টেস্ট অভিষেকে ৭৯ রানে ছয় উইকেট নিয়েছিলেন কামিন্স। শুক্রবার সেই রেকর্ড ভাঙা নাঈম সবমিলিয়ে টেস্ট ইতিহাসের চতুর্থ কনিষ্ঠ পাঁচ উইকেট শিকারি।

টেস্টে নাঈমের প্রথম শিকার রোস্টন চেজ। নিজের তৃতীয় ওভারে উইকেটের খাতা খোলার পর চতুর্থ ওভারেই সুনিল আমব্রিসকে এলবিডব্ল–র ফাঁদে ফেলেন নাঈম। পরে দ্বিতীয় স্পেলে এক ওভারেই জোড়া শিকার। দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে ফেরানোর পর জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করে পূর্ণ করেন পাঁচ উইকেট। সবমিলিয়ে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম।

বাংলাদেশের হয়ে শুধু অভিষেকে নয়, সব মিলিয়েই সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটিও চলে গেল তার দখলে। রেকর্ডটি এতদিন ছিল এনামুল হক জুনিয়রের দখলে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৪৫ রানে ছয় উইকেট নেয়ার সময় এনামুল হক জুনিয়রের বয়স ছিল ১৮ বছর ৩২ দিন। নাঈমের আগে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়া বাংলাদেশের সর্বশেষ বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রাম টেস্টে নাঈমের তিন স্পিন সঙ্গীর মধ্যে অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে তাইজুল ইসলামেরও। তবে কাল নাঈমকে সবচেয়ে ভালো সঙ্গ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন সাকিব। আরেকটি উইকেট পেলে সাকিবের নামও উঠে যেত ইতিহাসের পাতায়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র একটি উইকেট দরকার বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি