চোট নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা
প্রকাশিত : ১৮:২৫, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১১, ২৮ নভেম্বর ২০১৮
চোট নিয়ে বার্সেলোনার কপালে এখন চিন্তার ভাঁজ৷ চোট সমস্যায় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন আক্রমণভাগের তারকা লুইস সুয়ারেস। এছাড়া চোটের খাতায় নাম লিখিয়েছেন ইয়াসপের সিলেসেন। এর আগে বাঁ হাটুর চোটে ছিটকে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। আর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সের্হি রবের্তোকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নেদারল্যান্ডের ক্লাব পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেসিদের৷ আর সেই চোটের কারণে এ ম্যাচে নেই কাতালান ক্লাবের তিন প্রধান ফুটবলার৷ তবে সংখ্যাটা এখানেই থেমে নেই৷ সব মিলিয়ে এই ম্যাচে প্রথম দলের হাফ ডজন ফুটবলারকে পাচ্ছে না বার্সা৷
চোটের তালিকায় প্রথম নামটাই রয়েছে বার্সার উরুগুয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজের৷ ডান পায়ের হাঁটুর যন্ত্রণায় ভুগছেন তারকা স্ট্রাইকার৷ দু’সপ্তাহের বেশি সময় বিশ্রামে পাঠানো হয়েছে তাকে৷ শুধু এই ম্যাচেই নয়, বার্সার জার্সিতে পরের কয়েক ম্যাচে তার নামা এখন অনিশ্চিত৷ লা-লিগায় ভিয়ারিয়াল, এস্প্যানিয়লের বিরুদ্ধে ম্যাচেও নামা হচ্ছে না সুয়ারেজের৷ মনে করা হচ্ছে হাঁটুর চোট সারিয়ে ১২ ডিসেম্বর টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কামব্যাক করতে পারেন সুয়ারেজ৷
চোটের খাতায় নাম লিখিয়েছেন মিডফিল্ডার আর্থার মেলো৷ অ্যাবডোমিনে চোটের কারণে পিএসভি ম্যাচে নেই ব্রাজিলিয়ান মিডিও৷ জানা গিয়েছে রোববার স্প্যানিশ লিগে ভিয়ারিয়ালের বিরুদ্ধে অবশ্য ম্যাচে ফিরছেন তিনি৷
অন্যদিকে বার্সার প্রথম দলের আরও দুই ফুটবলার চোট সমস্যায় জেরবার৷ বাঁ-পায়ের হাঁটুর লিগামেন্টে গুরুতর চোটের পেয়ে পুরো মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান মিডিও রাফিনহা৷ অস্ত্রোপচার করে তবেই মাঠে ফিরতে হবে রাফিনহাকে৷ পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য সপ্তাহ চারেক সাইডলাইনে বসতে হচ্ছে রবার্তোকে৷ এছাড়া জ্যাসপার সিলেসিয়েন, সার্গিও স্যামপার, থমাস ভারমেলেন চোটের মধ্যে রয়েছেন৷ ফলে আগামী কয়েক ম্যাচে তাঁদের সার্ভিসও পাচ্ছে না বার্সেলোনা৷ স্বভাবতই চিন্তায় ঘুম ছুটেছে ক্লাবের৷
আগামী দুই সপ্তাহে চারটি বড় ম্যাচ খেলতে হবে বার্সাকে। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক খেলোয়াড়ের চোট কাতালানদের জন্য বড় ধাক্কাই বটে।
তবে দুঃসংবাদের মাঝে আছে সুখবরও। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো ও ইভান রাকিতিচ।
এসএইচ/