ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পানির ক্রেট আছড়ে ফেলে বিতর্কে মরিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৯ নভেম্বর ২০১৮

যোগ করা সময়ে মারুয়ান ফেলাইনির করা গোলে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে খেলা নিশ্চিত করল। যদিও এই জয়ের জন্য ম্যান ইউ ম্যানেজার যাবতীয় কৃতিত্ব দিলেন তার গোলরক্ষক দাভিদ দা হিয়াকে। এবং ৯১ মিনিটে হওয়া ম্যাচের একমাত্র গোলের পরে মরিনহো এতটাই উত্তেজিত হয়ে গেলেন যে প্রথমে টাচ লাইনে রাখা পানির ক্রেটে লাথি মারলেন। পরে সেই ক্রেট তুলে আছড়ে ফেললেন।

চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে খেলা নিশ্চিত করে ফেলল আর এক ম্যানচেস্টারও। পেপ গার্দিওলার ম্যান সিটি অবশ্য লিওঁর বিরুদ্ধে জিততে পারেনি। ফ্রান্সে খেলতে গিয়ে ২-২ ড্র করেছে। ৫৫ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন ম্যাক্সওয়েল করনে। করনের দ্বিতীয় গোলের ২ মিনিটের মধ্যে সের্খিয়ো আগুয়েরো গোল শোধ করে নিশ্চিন্ত করেন গার্দিওলাকে। সিটির অন্য গোলটি এমেরিক লাপোর্তে।

ম্যান সিটি, লিওঁর গ্রুপে ছিল শাখতার দনেস্ক ও হফেনহাইমও। শাখতারের পয়েন্ট ৫। হফেনহাইমের ৩। সেখানে নক-আউটের যোগ্যতা অর্জন করা ম্যান সিটির পয়েন্ট ১০। লিওঁর পয়েন্ট এখন ৭। শেষ ম্যাচে শাখতার দনেস্কের কাছে না হারলেই শেষ ষোলোয় চলে যাবে লিওঁ। ফ্রান্সের যে ক্লাবটির খেলা দেখে মুগ্ধ গার্দিওলাও। বললেন, ‘লোকে বলে ফ্রান্সে একটাই দল খেলে। সেটা প্যারিস সাঁ জারমাঁ। যারা বলে তারা জানে না, অন্য দলগুলোও কতটা শক্তিশালী। এদিন যেমন লিওঁর বিরুদ্ধে সবচেয়ে কঠিন ম্যাচটা খেললাম।’  ম্যাচ ড্র করে নক-আউটে উঠতে পেরে চাপমুক্ত গার্দিওলার আরও কথা, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে একটা ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সেই সুযোগ নেই। আপাতত আমরা ইপিএলে মনোনিবেশ করতে পারব। তার পর আশা করি চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে সবাই সুস্থ হয়ে সেরা খেলাটা খেলবে।’

এ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের দা হিয়া যে দক্ষতায় এবং অবিশ্বাস্য রিফ্লেক্সে খেলার ৭০ মিনিটে উলিসে গার্সিয়ার গতি পরিবর্তন করা শটটি রুখে দেন তা দেখে স্তম্ভিত হয়ে যান ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকেরা। মুগ্ধ পর্তুগিজ কোচ যা নিয়ে পরে বলেন, ‘দাভিদ এই শটটা রুখে না দিলে কোনওভাবেই আমরা বাঁচতাম না। ও একজন বিশ্বমানের গোলরক্ষক। সম্ভবত বিশ্বের সেরাও। বড় ক্লাবে তো এই মানের ফুটবলারই খেলবে!’ মরিনহো অবশ্য মনে করেন ১-০ ফল হলেও তার দলের অন্তত আরও দু’টি গোল করা উচিত ছিল। সঙ্গে জুড়েছেন, যে যত ভালই খেলুক সুইজ়ারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিরুদ্ধে সবাইকে ছাপিয়ে গেছেন দা হিয়াই। সঙ্গে তার গর্বিত মন্তব্য, ‘এই নিয়ে ১৪ বার আমি চ্যাম্পিয়ন্স লিগে কোনও ক্লাবের কোচিং করালাম। প্রতিবারই কিন্তু আমি আমার ক্লাবকে নক-আউটে তুলেছি।’ ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে নক-আউটে খেলার যোগ্যতা অর্জন করল। তাদের পয়েন্ট পাঁচ ম্যাচে ১০। গ্রুপ শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ১২। গ্রুপের তিন ও চার নম্বর দল যথাক্রমে ভ্যালেন্সিয়া (৫) ও ইয়ং বয়েজ (১)।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি