ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

মুশফিকের প্রয়োজন ৮ রান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:২৬, ২৯ নভেম্বর ২০১৮

আঙ্গুলে চোট পাওয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্ট খেলা নিয়ে মুশফিকুর রহিমের কিছুটা সংশয় রয়েছে। তবে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আর মাত্র ৮ রান করতে পারলেই চার হাজার রানের মালিক হয়ে যাবেন এই উইকেটরক্ষক।   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের এই খেলা মুশফিক রহিমের জন্য মাইলফলক হয়ে থাকবে। তবে আঙ্গুলের ইনজুরির কারণে মুশফিকের খেলা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়ে গেছে।

মুশফিকের আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান তামিমের। ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান মুশফিকের।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানে তামিম ও মুশফিকের পরে শীর্ষ পাঁচে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:

খেলোয়াড়              ম্যাচ      ইনিংস     রান
তামিম ইকবাল        ৫৬        ১০৮      ৪০৪৯  
মুশফিকুর রহিম      ৬৫        ১২২       ৩৯৯২
সাকিব আল হাসান   ৫৪        ১০২       ৩৭২৭
হাবিবুল বাশার         ৫০        ৯৯        ৩০২৬
মোহাম্মদ আশরাফুল ৬১        ১১৯       ২৭৩৭

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি