বাংলাদেশ- ৩৩.৫ ওভারে ৮৭/২
একাদশে নেই কোনো পেসার
প্রকাশিত : ১০:২৩, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩৩, ৩০ নভেম্বর ২০১৮
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৩৩.৫ ওভারে ৮৭/২। দলের রান যখন ৪৪ ঠিক তখন আউট হয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। তার সংগ্রহ ১৯। এরপর ২৯ রানে আউট হন মমিনুল হক।
এদিকে ইমরুল কায়েস চোটে পড়ায় ঢাকা টেস্টে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সাদমান। একই সঙ্গে একাদশে ঢুকেছেন লিটন দাস। মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি খেলছেন। এ টেস্টে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ফলে ওয়েস্ট বিপক্ষে বাংলাদেশের একাদশে কোনো পেসার নেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই প্রথম ঘটনা।
বাংলাদেশের একাদশ :
সাকিব আল হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহম্মদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।
এসএ/