বাংলাদেশ- ৪৫০/৮
সেঞ্চুরির অপেক্ষায় মাহমুদউল্লাহ
প্রকাশিত : ১২:১০, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৮, ১ ডিসেম্বর ২০১৮
সকালটা মোটামুটি শুভই বলা চলে। তবে বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যেই ফিরে যান সাকিব আল হাসান। ব্যাট হাতে মাঠে নেমে বেশ ভালোই খেলছেন লিটন দাস। স্বাচ্ছন্দে ব্যাট চালিয়ে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান। এটি তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি। এর ৩৮ রানই এসেছে চার (৮টি) ও ছক্কা (১টি) থেকে। অপরপ্রান্তে টেস্ট ক্যারিয়ারে ১৬তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম সেশন শেষে ৬ উইকেটে ৩৮৭ রান করেছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত- বাংলাদেশের সংগ্রহ- ৪৫০/৮
প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম ইনিংসে ৪০০ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। সেই প্রত্যয় নিয়ে ব্যাটিং শুরু করেন তারা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। দারুণ খেলছিলেন তিনি। তবে হঠাৎই খেই হারান। কেমার রোচের বলে গালিতে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন স্বাগতিক অধিনায়ক। ফেরার আগে ৬ চারে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাতে মাহমুদউল্লাহর সঙ্গে ভাঙে তার ১১১ রানের জুটি।
বাংলাদেশ একাদশ :
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস ও কেমার রোচ।
এসএ/