ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শীর্ষেই থাকলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৪ ডিসেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের কোনও পরিবর্তন হয়নি। তবে অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ। ক্যারিবীয়দের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯।

এর পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান করেন টাইগার অলরাউন্ডার। এছাড়া বল হাতে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারণে ১০ রেটিং পেয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের অবস্থান

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪১৬

২. রবীন্দ্র জাদেজা (ভারত) ৪০০

৩. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩৭০

৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৩৬৬

৫. বেন স্টোকস (ইংল্যান্ড) ৩৪২

৬. রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৩৪২

৭. মঈন আলী (ইংল্যান্ড) ২৯২

৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৪৬

৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২৩৯

১০. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৩৮

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি