ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সালাহর হ্যাটট্রিকে শীর্ষে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৯ ডিসেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন মোহাম্মদ সালাহ। মিশরের এই স্ট্রাইকারের নৈপুণ্যে বোর্নমাউথকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

শনিবার ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এই জয় প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেই রইল তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকলেও প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। তবে ম্যাচের ২৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় অতিথিরা। রবের্তো ফিরমিনোর দূরপাল্লার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় সালাহর পায়ে। অনায়াসে ঠিকানা খুঁজে নেন চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা।

বিরতি থেকে ফিরে শুরুতেই চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় তারকা। ম্যাচের ৪৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর পাস ধরে দ্রুত বেশ খানিকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। বল এক ডিফেন্ডারের গোড়ালিতে লেগে সামান্য দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

এরপর ম্যাচের ৬৮তম মিনিটে স্টিভ কুকের আত্মঘাতী গোলে হয় ৩-০। আর লিভারপুলের জার্সিতে সালাহ দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৭৭তম মিনিটে। পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে কাটান গোলরক্ষক আসমির বেগোভিচকে। গোললাইনে এক ডিফেন্ডার থাকায় সময় নেন লিভারপুল তারকা। আবারও ছুটে আসা গোলরক্ষককে দ্বিতীয়বার কাটিয়ে বাঁ পায়ের শটে বল ঠিকানায় পাঠিয়ে দেন সালাহ। ২০১৪ সালে লুই সুয়ারেসের পর ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। লিগে এ নিয়ে ১০ গোল করলেন গত মৌসুমের সেরা খেলোয়াড়।

এরই সঙ্গে ১০ গোল নিয়ে লিগের চলতি আসরে গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এলেন সালাহ। সেখানে আগে থেকেই আছেন আর্সেনালের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

এ জয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৪২। দুইয়ে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪১। আর ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে আর্সেনাল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি