তামিম যেন উড়ন্ত পাখি
প্রকাশিত : ১৭:১১, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৬, ৯ ডিসেম্বর ২০১৮
দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরেই ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাঠে মেনেই চমক দেখালেন তামিন। দুর্দান্ত ক্যাচে আউট করেছেন ভয়ংকর হয়ে ওঠা ড্যারেন ব্রাভোকে। প্রথম ওয়ানডেতে টসে জিতে মাঠে নামে ইন্ডিজ। তবে ব্যাটিং বেছে নিলেও সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। ৫০ ওভার লড়াই করে তারা সংগ্রহ করে ১৯৫রান।
১৬তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে প্রথমবারের মতো জীবন পেয়েছিলেন ব্রাভো। ব্যাকওয়ার্ড পয়েন্টে আরিফুল ইসলামের হাত ফসকে ক্যাচ বেরিয়ে গিয়েছিল। ২০তম ওভারে রুবেল হোসেনের বলে আবারও জীবন পেয়েছেন এই ব্যাটসম্যান। স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে ফেলেছিলেন তিনি। তবে বাঁ পাশে ঝাঁপিয়ে পড়েও বলটি ধরে রাখতে পারেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ঠিক সে মুহূর্তে দলের হতাশা কাটিয়ে দলকে উজ্জীবিত করেছেন ইনজুরি থেকে ফেরা তামিম।
২১তম ওভারেই মাশরাফির অফস্টাম্পের বাইরের একটি বলকে লংঅফের দিকে উড়িয়ে মেরেছিলেন ব্রাভো। ডানদিকে ছুটে গিয়ে বাতাসে লাফিয়ে দুহাতে সেই ক্যাচ নিরাপদে নিয়েছেন তামিম। ইনজুরি থেকে ফিরেই এমন অসাধারণ ক্যাচে স্বস্তি ফিরে এসেছিল বাংলাদেশ দলে।
মূল ম্যাচে ফিল্ডিংয়ে নিজেকে প্রমাণ করেছেন তামিম। ব্যাট হাতে আজ তিনি জ্বলে উঠবেন কি না, সেটি সময়ই বলে দেবে
টিআর/