বিশ্বকাপের পর মাশরাফির সিদ্ধান্ত
প্রকাশিত : ১১:২০, ১৫ ডিসেম্বর ২০১৮
টি ২০ ও টেস্টের পর শুক্রবার ওয়ানডে ভেন্যু হিসেবে অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সব মিলিয়ে এটি বিশ্বের ২০০তম ওয়ানডে ভেন্যু। কাকতালীয়ভাবে ওয়ানডে ইতিহাসের ২০০তম ভেন্যুতেই দেশের জার্সিতে নিজের ২০০তম ওয়ানডে খেললেন মাশরাফি বিন মুর্তজা! সব মিলিয়ে বাংলাদেশ অধিনায়কের ২০২তম ওয়ানডে এটি। এর মধ্যে এশিয়া একাদশের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন মাশরাফি। দেশের হয়ে ২০০ ওয়ানডের মাইলফলক ছোঁয়ার ম্যাচে মাশরাফি গড়েছেন আরেকটি কীর্তি। সবচেয়ে বেশি ৭০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার নতুন রেকর্ড গড়লেন নড়াইল এক্সপ্রেস। আগের রেকর্ড ছিল হাবিবুল বাশারের (৬৯)। দেশের মাটিতে নিজের সম্ভাব্য শেষ ম্যাচেই হাবিবুলকে ছাড়িয়ে গেলেন মাশরাফি।
খেলার মাঠের পাশাপাশি হঠাৎ করেই রাজনীতির মাঠে পা রাখা টাইগার দলপতি মাশরাফিকে ২০১৯ বিশ্বকাপের পরে মাঠে দেখা যাবে তো? নাকি ক্রিকেটের বৈশ্বিক এই মহাযজ্ঞ শেষেই বিদায় বলবেন? এমন প্রশ্নেরর উত্তর পেতে ম্যাশ ভক্তদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ ম্যাচটি পর্যন্ত। ওই ম্যাচটি খেলেই বহুকাঙ্খিত এই প্রশ্নের জবাব দেবেন লাল সবুজের ক্রিকেটে দিনবদলের এই মহানায়ক। শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রত্যাশিত জয় শেষে তিনি একথা জানান।
মাশরাফি বলেন, ‘ সামনে অনেক চ্যালেঞ্জ আছে ওগুলো নেয়ার জন্য আমি আরও তৈরি হতে চাই। বিশ্বকাপের পর কী করবো সেটি শেষ ম্যাচ খেলার পরই সিদ্ধান্ত নেব। যদি মনে হয় যে না তাহলে ওইদিনই বলে দেব। অথবা ঘরে এসে বলব। যদি মনে হয় না পারছি তাহলে এসে রিভিউ করে আবার আপনাদের জানাব। আপনারা এত বিমর্ষ হয়েন না। একটু রিল্যাক্স থাকেন।’
অথচ লাল সবুজের ক্রিকেটের অগণিত ভক্তই ভেবেছিলেন সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজজয়ী এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মাশরাফির শেষ। এরপর আর তাকে ঘরের মাঠে বল হাতে প্রতিপক্ষের সুরম্য ব্যাটিং লাইনআপ ভাঙার নেশায় মেতে উঠতে দেখা যাবে না। এটাই বুঝি তার শেষ। শুধু সিলেটেই কেন, একই ভাবনা ভেবে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেও অনেকেই কেঁদেছেন।
ভক্তদের এমন ভাবনার প্রতি সম্মান রেখে মাশরাফি বললেন, ‘সিরিয়াসলি বলছি এটা কিন্তু ২০১১ থেকে প্রতিটি ম্যাচেই নামার আগে আমার মনে হয়, যদি হাঁটুতে আবার সমস্যা হয়ে যায় যেগুলো এর আগে হঠাৎ করে হয়েছে। ২০১১ থেকেই কিন্তু আমার এটা মনে হয়, সত্যি কথা।’
উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের এটি টানা তৃতীয় ও সবমিলিয়ে ২৪তম ওয়ানডে সিরিজ জয়।
জয়’র কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মাশরাফি বলেন, আজকের প্রাপ্যর অনুভূতিটা একটু অন্যরকম।আজকে আমি বাংলাদোশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে খেলেছি আমার ৭০তম ম্যাচ। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতায়ালার কাছে। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কদের প্রতি। যাদের দেখানো পথে হেঁটে আমি এতদূর আসতে পেরেছি। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সব মানুষকে, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পাড়ি দিতে চাই বাকিটা পথও। দোয়া করবেন সাবাই।
আরকে//