ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জাতীয় আরচারি শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৮ ডিসেম্বর ২০১৮

দশম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ আজ থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার লড়াই হবে টঙ্গীর শহীদ আহ্‌সান উল্লাহ্‌ মাস্টার স্টেডিয়ামে। তীর-ধনুকের লড়াইয়ে অংশ নেবে ৪০টি দল। ৬০টি পদকের জন্য লড়বেন ১৬৫ জন তীরন্দাজ।

রিকার্ভ বিভাগে পুরুষ ৭৮, নারী ৩৩, কম্পাউন্ড বিভাগে পুরুষ ৩৫ ও নারী ১৯ জন অংশ নেবে। ইভেন্টগুলো হলো- রিকার্ভ পুরুষ একক, পুরুষ দলীয়, নারী একক, নারী দলগত এবং মিশ্র দলগত। কম্পাউন্ড পুরুষ একক, পুরুষ দলীয়, নারী একক, নারী দলীয় এবং মিশ্র দলগত। প্রথম দিন র‌্যাংকিং ও এলিমিনেশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
স্বর্ণের জন্য এবার মূলত লড়াই হবে বাংলাদেশ আনসার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তীরন্দাজ সংসদ এবং কোয়ান্টাম স্পোর্টিয়ামের মধ্যে। এবার আনসারের হয়ে তীর-ধনুক হাতে নেবেন রিকার্ভ ইভেন্টে দেশসেরা রোমান সরকার।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি