ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দ্বিতীয় টি-টোয়েন্টি

জয়ের কোনো বিকল্প নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:০০, ২০ ডিসেম্বর ২০১৮

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচ জিতলে সিরিজে সমতা আসবে, না হয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে হার নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
এদিকে দুঃসময় যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। চোট ও অসুস্থতা তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেই মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। সিলেটে প্রথম টি ২০ ম্যাচের আগেরদিন বাঁ-পায়ের অগ্রভাবে চোট পেয়ে অনুশীলন করতে পারেননি তিনি। ম্যাচের দিন আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানাও গুনতে হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শোনা যায় আরেকটি শঙ্কার খবর। এবার জ্বরের কবলে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার অনুশীলন করতে মাঠে এসে হালকা জ্বর অনুভব করেন। শরীর গরম থাকায় অনুশীলন না করেই মাঠ ছাড়েন অধিনায়ক। আগের ম্যাচে দলের সেরা পারফরমারের অসুস্থতার খবর বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের জন্য। আজ সাকিবের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
প্রথম ম্যাচে একাই ক্যারিবীয়দের বিপক্ষে লড়েছেন সাকিব। খেলেছেন ৬১ রানের দারুণ এক ইনিংস।
এর আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার জানান, তারা খেলা নিয়েই ভাবতে চান। আর ভাবতে চান, কিভাবে সিরিজে সমতা ফেরানো যায়। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেটে বাংলাদেশকে একদম গুঁড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সেই জয়ের আশাতেই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকাল ৫টা থেকে শুরু হবে এই ম্যাচ।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি