ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে বিচার চেয়ে জরিমানা গুণলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২০ ডিসেম্বর ২০১৮

দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ভারতের কাছে ক্ষতিপূরণ চেয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র কাছে বিচার চেয়েছিল পাকিস্তান। কিন্তু তারা ক্ষতিপূরণ তো পেলই না বরং তাদেরকে জরিমানা  গুণতে হচ্ছে। আনুমানিক প্রায় ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ভারতকে।    

ডিসেম্বরের শুরুতে ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করে পাকিস্তান। তাদের দাবি, ২০১৪ সালে যে দ্বিপক্ষীয় সিরিজের চুক্তি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটা পূরণ করেনি। এটার একটা সমাধা করতে হবে আইসিসিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনেকটা দিন ধরেই বলে আসছিল, দ্বিপক্ষীয় সিরিজগুলো খেলতে হবে ভারতকে। নতুবা দিতে হবে ক্ষতিপূরণ। ভারত কোনোটিতেই রাজি হয়নি। শেষপর্যন্ত তাই আইসিসির দ্বারস্থ হয় পিসিবি।

পিসিবির দাবি, ২০১৪ সালের নভেম্বর এবং ২০১৫ সালের ডিসেম্বরে প্রস্তাবিত দুটি সিরিজ ভারত বাতিল করে দেয়ায় ৬৩ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের। কিন্তু ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় ব্যবস্থা নিয়েছে তারা।

দুইপক্ষের কথা শোনার পরে আইসিসি পাকিস্তানের পক্ষে ভারতকে কোনো ক্ষতিপূরণের নির্দেশ দেয় নি। উপরন্তু ডিসপিউট প্যানেল পাকিস্তানকে বলেছে, এই আপিলের ফলে ভারতীয় বোর্ডের যত খরচ হয়েছে তার ৬০ ভাগ দিতে হবে পিসিবিকে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি