ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আট বছর পর অস্ট্রেলিয়া দলে পিটার সিডল

প্রকাশিত : ১৩:১৭, ৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৭, ৪ জানুয়ারি ২০১৯

মিচেল স্টার্ক, জশ হেডেলউড ও প্যাট কামিন্সকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দিল অস্ট্রেলিয়া। দলে ফেরানো হল বর্ষীয়ান পেসার পিটার সিডলকে। আট বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটল ডানহাতি এই পেসারের।

অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়ার একদিনের দলে ফিরলেন ব্যাটসম্যান উসমান খাওয়াজা, অফস্পিনার নেথান লায়নও।

বিশ্বকাপের স্কোয়াডে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন লায়ন। তার ইচ্ছাপূরণ ঘটল। অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান ট্রেভর হন্স বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা অফস্পিনার লায়ন। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্য দলগুলোও এখন জোড়া স্পিনার খেলাচ্ছে। বিশ্বকাপে আমরাও তেমন ভাবছি।’

একদিনের দলে অস্ট্রেলিয়া পাঁচটি বদল ঘটিয়েছে। আগের দল থেকে বাদ পড়েছেন ক্রিস লিন, ট্র্যাভিস হেড, অ্যাশটন আগার, বেন ম্যাকডারমট ও ডি’আর্কি শর্ট। পিঠের চোটে নেই নাথান কুল্টার-নিল।

ঘোষিত দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কারে (উইকেটকিপার), পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাওয়াজা, নেথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেকে, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি