পূজারা ও দ্রাবিড়ের যে মিলগুলো চমকে দেবে আপনাকে
প্রকাশিত : ২০:৪৬, ৪ জানুয়ারি ২০১৯
টেস্টে তিন নম্বরের ব্যাটসম্যান মানে বিরাট ভরসার জায়গা। ভারতের ক্ষেত্রে সেই জায়গাটা বহু দিন ছিল রাহুল দ্রাবিড়ের। ২০১২ সালে দ্রাবিড় অবসর নেওয়ার পর সেই জায়গাটা ভাল ভাবেই পূরণ করেছেন চেতেশ্বর পূজারা, এমনটাই বলছে ক্রিকেটবিশ্ব।
দ্রাবিড় ও পূজারার মধ্যে বেশ কিছু অবাক করা মিল রয়েছে। যেমন, ৬৭টি ইনিংস খেলে তিন হাজারের গণ্ডি পেরিয়েছিলেন রাহুল দ্রাবিড়, পূজারার ক্ষেত্রেও ঠিক তাই।
চার হাজার রানের গণ্ডি পেরোতে সৌরাষ্ট্রের এই ডান হাতির লেগেছিল ৮৪টি ইনিংস। ‘ওয়াল’ দ্রাবিড়ের ক্ষেত্রেও ইনিংস সংখ্যা একই।
চমকে দেওয়া মিল এখানেই শেষ হচ্ছে না। পাঁচ হাজার রান পেরোতে দুই ব্যাটসম্যানই নিয়েছেন ১০৮টি করে ইনিংস।
পূজারা ঘরের মাঠে ২০১০-২০১৮ সালে ৩৬টি ম্যাচ ও ৫৮টি ইনিংস মিলিয়ে ৩২১৭ রান করেছেন। গড় ৬১.৮৬, স্ট্রাইক রেট ৫০.৩০।
রাহুল দ্রাবিড় ১৯৯৬-২০১১ সালে ঘরের মাঠে ৭০টি ম্যাচ ১২০টি ইনিংস খেলে ৫৫৯৮ রান করেছেন। গড় ৬১.৮৬, স্ট্রাইক রেট ৫০.৩০।
পূজারা অ্যাওয়ে ম্যাচে ২০১০-২০১৯ সালে ৩২টি ম্যাচ ও ৫৬টি ইনিংস মিলিয়ে ২২০৯ রান করেছেন। গড় ৪০.৯০, স্ট্রাইক রেট ৪১.৭৮।
দ্রাবিড় অ্যাওয়ে ম্যাচে ১৯৯৬-২০১২ সালে ৯৪টি ম্যাচ ও ১৬৬টি ইনিংস মিলিয়ে ৭৬৯০ রান করেছেন। গড় ৫৩.০৩, স্ট্রাইক রেট ৪২.৬০।
পূজারা সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচ ১১৪টি ইনিংস খেলে ৫৪২৬ রান করেছেন। গড় ৫১.১৮, স্ট্রাইক রেট ৪৬.৪৪।
রাহুল দ্রাবিড় ১৬৪টি ম্যাচে ২৮৬টি ইনিংস খেলে ১৩২৮৮ রান করেছেন। গড় ৫২.৩১, স্ট্রাইক রেট ৪২.৫১। সূত্র: আনন্দবাজার
এসি