ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাকস্থলিতে রক্তক্ষরণ, হাসপাতালে ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৫ জানুয়ারি ২০১৯

পাকস্থলীতে রক্তপাত জনিত কারণে আবারো হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন লিজেন্ড ডিয়াগো ম্যারাডোনা। তবে এটি কোন মারাত্মক কিছু নয় এমনটাই জানিয়েছেন ম্যারাডোনার মেয়ে ডালমা।

তিনি রয়টার্সকে জানান , বাবা নিয়মিত চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। পরীক্ষার পর এ বিষয়টি ধরা পরে। এটি নিয়ে এখন আর চিন্তিত হওয়ার কারন নেই।

তিনি বলেন, ‘‌যারা বাবার শরীর নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাদের জানাই, বাবা সুস্থ। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তাকে নিয়ে বাড়ি ফিরেছি।’‌

আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক গত বছর রাশিয়া বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচ চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বর্তমানে ম্যারাডোনা মেক্সিকোর দ্বিতীয় বিভাগে খেলা দোরাদোস দে সিনালোয়ার ক্লাবের কোচ হিসেবে দায়িত্বরত আছেন।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি