রামোসের শততম গোলে শেষ আটের পথে রিয়াল
প্রকাশিত : ১০:২৫, ১০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪৬, ১০ জানুয়ারি ২০১৯
রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল লেগানেস। এবার সেই লেগানেসকেই স্পেনের দ্বিতীয় মর্যাদাসম্পন্ন এই প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে উড়িয়ে দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। ফলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যু’তে সার্জিও রামোসের শততম ক্যারিয়ার গোলে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। আর এতে লিগে গত দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি বছরের প্রথম জয় তুলে নিল।
ঘরের মাঠে খেলতে নেমে রিয়ালের শুরুর পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে ম্যাচের ৪৪তম মিনিটে সার্জিও রামোসের স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। আর নিজের ফুটবল ক্যারিয়ারের শততম গোলটি পেয়ে যান তারকা এই ডিফেন্ডার।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অতিথিদের এক ডিফেন্ডারের দুর্বল ব্যাকপাস মাঝপথে ধরে ভিনিসিউস জুনিয়রকে বাড়ান করিম বেনজেমা। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট নিতে পারতেন; কিন্তু আরও নিশ্চিত করতে তিনি বল বাড়ান লুকাস ভাসকেসকে। অনায়াসে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড।
আর ম্যাচের ৭৭তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে জয় নিশ্চিত করেন। ওদিওসোলার দূরের পোস্টে বাড়ানো ক্রসে দুর্দান্ত এক ভলিতে দলের তৃতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
আগামী বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে লেগানেসের মাঠে খেলতে যাবে লা লিগার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ।
সূত্র: গোল ডটকম
একে//