ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নতুন বছরে লা লিগায় রিয়ালের প্রথম জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২১, ১৪ জানুয়ারি ২০১৯

লা লিগায় নতুন বছরের ৩ জানুয়ারি ভিয়ারিয়ালের সঙ্গে ড্র, তিন দিন পর রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর তৃতীয় ম্যাচেও রিয়াল বেতিসের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে দানি সেবাইয়োসের শেষ দিকের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।

রোববার রাতে রিয়াল বেতিসের মাঠে স্পেনের শীর্ষ লিগে ২-১ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির দল। লিগে দুই ম্যাচ পর জয়ের দখা পেল মাদ্রিদের ক্লাবটি। এ বছরে লা লিগায় এটা তাদের প্রথম জয়। অবশ্য গত বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারায় রিয়াল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে কঠিন লড়াই করতে হলো লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ১৩তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ইউরোপ চ্যাম্পিয়নরা। দানি কারভাহালের প্রচেষ্টা থেকে বল পেয়ে টপ কর্নার থেকে বল জড়িয়ে দেন ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী ক্রোয়েট মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকরা। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ম্যাচের ৬৭তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের টোকায় আগুয়ান গোলরক্ষক কেইলর নাভাসের দুপায়ের ফাঁক দিয়ে জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও কেনালেস।

ম্যাচের ৮৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সেবাইয়োস। কাসেমিরোর আদায় করে নেওয়া ফ্রি-কিক নিয়ে বেতিস রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন এই ফরোয়ার্ড। ফরে স্বাগতিকদের মুখের হাসি কেঁড়ে নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এ জয়ে ১৯ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আতলেতিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সেভিয়ার পয়েন্টও রিয়ালের সমান ৩৩। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

সূত্র: গোর ডটকম

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি