ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বেচারা হাকিম আল-আরাইবি! 

প্রকাশিত : ২১:২২, ৭ ফেব্রুয়ারি ২০১৯

তিনি বাহরাইনের একজন ফুটবলার৷ তবে ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় শরণার্থীর মর্যাদা পান৷ সম্প্রতি তাঁকে থাইল্যান্ডে গ্রেপ্তার করা হয়৷ এ নিয়ে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে৷     

একটি পুলিশ স্টেশনে আগুন দেয়ার অভিযোগে আল-আরাইবিকে ধরতে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারি করেছিল বাহরাইন৷ এরপর গত নভেম্বরে আল-আরাইবি স্ত্রী-কে নিয়ে হানিমুন করতে থাইল্যান্ডে গেলে ব্যাংকক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ এই ঘটনার পর আল-আরাইবিকে ফেরত পাঠাতে থাইল্যান্ডের কাছে আবেদন জানায় বাহরাইন৷ এখন সেই আবেদনের শুনানি চলছে৷

এদিকে, আল-আরাইবিকে মুক্তি দিতে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা থাইল্যান্ডকে চাপ দিচ্ছে৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইতিমধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে একবার চিঠি লিখেছেন৷ এরপর সোমবার শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আল-আরাইবিকে দেখে ‘খুব মর্মাহত’ হয়ে থাই প্রধানমন্ত্রীকে আবারও চিঠি লেখার কথা জানিয়েছেন স্কট মরিসন৷

তবে বুধবার এক বিবৃতিতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়ার কাছ থেকে ইন্টারপোলের রেড নোটিশ জারি এবং আল-আরাইবির ব্যাংককগামী বিমানে ওঠার খবর পেয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল৷

আল-আরাইবির বিরুদ্ধে মামলা চলার কারণে তাঁকে অন্তত আগামী আগস্ট পর্যন্ত আটক থাকতে হতে পারে বলে মনে করছেন থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন মুখপাত্র৷

আল-আরাইবি বাহরাইন থেকে পালিয়ে ২০১৪ সালে অস্ট্রেলিয়া চলে যান৷ সেই সময় পুলিশ স্টেশনে আগুন দেয়ার মামলায় তাঁর অনুপস্থিতিতে রায় দেয় বাহরাইনের আদালত৷ এতে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ তবে আল-আরাইবির দাবি, যে সময়কার ঘটনার দায়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেই সময় তিনি ফুটবল খেলছিলেন৷ তাঁর বিশ্বাস, তিনি শিয়া মতাদর্শী হওয়ার কারণে এবং তাঁর ভাই বাহরাইনের রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করতে চাইছে বাহরাইন৷ উল্লেখ্য, বাহরাইনের বেশিরভাগ মানুষ শিয়া হলেও দেশ শাসন করছেন সুন্নিরা৷

এদিকে, আল-আরাইবির প্রতি সমর্থন জানিয়েছেন দিদিয়ের দ্রগবা, জেমি ভার্দি, জর্জো কিয়েলিনির মতো আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ফুটবলাররা৷

আল-আরাইবির ঘটনায় থাইল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার টানাপোড়েন শুরু হওয়ায় থাইল্যান্ডে একটি ওয়ার্মআপ ম্যাচ বাতিল করেছে অস্ট্রেলিয়া৷ ডয়েচে ভেলে 

এসি  

    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি