ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আজ নিউজিল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

প্রকাশিত : ০৯:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা এখনও শেষ হয়নি। তামিম ইকবালদের  শিরোপা জয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আজ নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তামিমরা। প্রথমধাপে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ আট ক্রিকেটার নিউজিল্যান্ড গেছেন। শুক্রবার মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলামের সঙ্গে গেছেন দুই টেস্ট খেলোয়াড় মুমিনুল হক ও সাদমান ইসলাম। আজ শনিবার মাশরাফি, সাকিবসহ ওয়ানডে দলের বাকি ক্রিকেটাররা নিউজিল্যান্ড যাচ্ছেন।
আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি। নিউজিল্যান্ড সফরে টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবে। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে।
দুই ফরম্যাটের ছয়টি ম্যাচের পাঁচটিই শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর চারটায়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই শুধু বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।
বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।
বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড সফরের সূচি (ওয়ানডে সিরিজ)
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা
নিউজিল্যান্ড সফরের সূচি (টেস্ট সিরিজ)
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি