ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে চার নম্বরে নামবেন বিরাট?

প্রকাশিত : ১৫:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপে চার নম্বরে কে নামবেন? ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে উঠতে থাকা জায়গাটি নিয়ে অনেক পরীক্ষা হলেও, সমাধান সূত্র এখনও নেই বললেই চলে।

শোনা যাচ্ছে, বিশ্বকাপে প্রয়োজনে চার নম্বরে নামতে পারেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি। সে ক্ষেত্রে তিন নম্বরে আসতে পারেন ঋষভ পন্থের মতো কোনও তরুণ। সম্ভাবনা রয়েছে বিজয় শঙ্করেরও।

বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল বিরাটের ব্যাটিং পজিশন নিয়ে। বিশ্বকাপের আগে ভারতীয় দলে চার নম্বর জায়গাটি নিয়ে চলেছে অনেক পরীক্ষা-নিরিক্ষা। সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ ওই জায়গাটির জন্য ভরসা করা হচ্ছিল অম্বাতি রায়ুডুর উপর।

কিন্তু, তিনি কতটা চাপ নিতে প্রস্তুত তা নিয়েই সংশয় রয়েছে অনেক প্রাক্তনদের মধ্যে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে চার নম্বরে নেমে চাপের মুখে সফল হয়েছেন রায়ুডু। তাও চিন্তা মুক্ত হতে পারছেন না প্রাক্তনরা। অনেকের দাবি, বর্তমান ভারতীয় দলটি বড্ড বেশি প্রথম তিন জনের উপর নির্ভরশীল।

রোহিত-শিখর-বিরাটের মধ্যে অন্তত দু’জন সফল হলেই দলের স্কোর তিনশোর উপর চলে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। সে ক্ষেত্রে চার নম্বরে নেমে সহজেই নিজের খেলা খেলতে পারেন রায়ুডু।

কিন্তু, সমস্যা হল শুরুতেই কয়েকটা উইকেট পড়ে গেলে। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত টিকে থাকার মানসিকতা এবং অভিজ্ঞতা রয়েছে এমন ব্যাটসম্যান দলে তেমন কেউ নেই। শুধু মাত্র মহেন্দ্র সিংহ ধোনি।

স্বভাবতই ধোনির উপর চাপ বেড়ে যায় বহু গুণ। স্কোরবোর্ড সচল রাখার পাশাপাশি শেষ পর্যন্ত টিকে থাকা থেকে টিমকে গাইড করা— সবই করতে হয় ধোনিকে।

সূত্রের খবর, ধোনির উপর এই চাপ কমানোর জন্যই বিরাটকে চার নম্বরে নামানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। যদি বিরাট চার নম্বরে নামেন, সে ক্ষেত্রে ধোনির সঙ্গে শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে যাওয়া খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

তবে বিরাট চার নম্বরে নামতে রাজি হবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। দলের এক নম্বর ব্যাটসম্যান। তিন নম্বরে নামলে অনেক ক্ষণ খেলার সময় পান। নিজের সেরা ইনিংসগুলো তিন নম্বরে নেমেই খেলেছেন তিনি।

নিজের অতি প্রিয় জায়গাও এটি। এক সময় সচীনকে ওপেনিং ছেড়ে নীচে নেমে খেলার পরামর্শ দিতেন প্রাক্তনরা। কিন্তু, তাতে রাজি হননি লিটল মাস্টার। এখন দেখার অতি পছন্দের তিন নম্বর কি আদৌ ছেড়ে দেবেন বিরাট!

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি