অবসরের আগে গেইলের লক্ষ্য
প্রকাশিত : ১১:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
আসন্ন বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ২০১৯ বিশ্বকাপই যে গেইলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
মারমুখী মেজাজের জন্য পরিচিত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান এখনও পর্যন্ত ২৯৫ ওয়ানডে ম্যাচে মোট ৯ হাজার ৭২৭ রান করেছেন। যদিও ২০১৮ সালের জুলাইয়ের পর থেকে আর কোনও একদিনের আন্তর্জাতিকে খেলেননি তিনি। অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজেই কামব্যাক হতে চলেছে ক্যারিবিয়ান তারকার।
বিশ্বকাপ ও তার আগের এই সিরিজের দিকে তাকিয়ে আছেন গেইলও। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে পৌঁছানোই এখন লক্ষ্য তার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুপারস্টার ব্রায়ান লারাকে টপকে যেতে আর মাত্র ৬৭৭ রান প্রয়োজন গেইলের। নিজের পরিচিত ছন্দে থাকলে বিশ্বকাপের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তিনি। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরলেও মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ‘ইউনিভার্সাল বস’।
সূত্র: আনন্দবাজার
একে//