অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াচ্ছে ভারত
প্রকাশিত : ২০:০৭, ২ মার্চ ২০১৯
টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ঘুরে দাঁড়ানোর পথে ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারালেও রোহিত শর্মা ও বিরাট কোহলির দূঢ় ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখছে ভারত।
শুরুতে শামি-কুলদ্বীপদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে সাকুল্যে ২৩৬ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিজের শততম ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার ফেরেন শূন্যতেই। ইনিংসের দ্বিতীয় ওভারে তাকে উইকেটের পেছনে ক্যাচ বানান জাসপ্রিত বুমরাহ।
দ্বিতীয় উইকেটে মার্কাস স্টয়নিসকে নিয়ে ৮৭ রানের জুটি উসমান খাজার। ৩৭ রান করা স্টয়নিসকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন কেদর যাদব। ফিফটি করার পর দায়িত্ব শেষ করেন খাজাও। ৭৬ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রান করা অজি ওপেনারকে শঙ্করের ক্যাচ বানান কুলদ্বীপ যাদব।
পিটার হ্যান্ডসকম্ব ভালোই খেলছিলেন। কুলদ্বীপ তাকে ১৯ রানে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। এরপরই তালগোল পাকিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৩৩ রানে থাকা সফরকারিরা ১৭৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ম্যাক্সওয়েল ৪০ আর টার্নার করেন ২১ রান।
লোয়ার অর্ডারে নেমে দলকে মোটামুটি মানের একটা পুঁজি এনে দেয় অ্যালেক্স কারে আর নাথান কল্টার নাইল। ২৭ বলে ২৮ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে বাউন্ডারিতে ক্যাচ হন কল্টার নাইল। কারে অপরাজিত ছিলেন ৩৭ বলে ৩৬ রানে। ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ আর কুলদ্বীপ যাদব। এক উইকেট শিকার কেদর যাদবরে।
২৩৬ রানের জবাবে খেলতে নেমে ১ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরে শেখর দেওয়ান। রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান।
এসএইচ/