জরিমানার অর্থ যোগানে রোনালদোর দরকার ৫ ঘণ্টা
প্রকাশিত : ১২:৫৯, ২২ মার্চ ২০১৯
চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বের ফিরতি লেগের ম্যাচে অ্যাতলেটিকোর বিরুদ্ধে হ্যাটট্রিক করে আপত্তিকর গোল সেলিব্রেশন৷ যার জেরে কড়া শাস্তির মুখে পড়লেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো৷ তার বিরুদ্ধে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা৷ এই বিপুল পরিমাণ অর্থের জরিমানা যোগানে রোনালদোর দরকার মাত্র ৫ ঘণ্টা৷
অবাক হলেও এটাই সত্যি৷ রোনালদো বিশ্বের অন্যতম ধনী ফুটবলার, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না৷ ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাবদ এক মৌসুমের জন্য ৩ কোটি ১০ লাখ ইউরো অর্থ পান ক্রিস্টিয়ানো৷ অর্থাৎ প্রতি মাসে সিআর সেভেনের ব্যাংকে জমা পড়ে ২৪ লাখ ১০ হাজার ইউরোর কিছু বেশি৷
সপ্তাহে হিসাবে কষলে প্রতি সপ্তাহ পিছু জুভেন্টাসে রোনালদোর বেতন ৬ লাখ ২ হাজারের কিছু বেশি৷ অর্থাৎ প্রতিদিন রোনালদোর উপার্জিত অর্থের পরিমাণ ৮৬ দশমিক শূন্য ৮৮ হাজার ইউরো৷ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ ইউরো, আর মিনিটে রোনালদোর জন্য জুভেন্টাসের খরচ ৫৯ দশমিক ৭৮ ইউরো৷
অর্থাৎ অঙ্ক বলছে জরিমানার ২০ হাজার ইউরো যোগান করতে (২০,০০০/৩৫৮৭= ৫ দশমিক ৫৭ ঘণ্টা) পাঁচ ঘণ্টার কিছু বেশি সময় লাগবে৷
উল্লেখ্য প্রথম পর্বের ম্যাচে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে হারিয়ে আপত্তিকর সেলব্রিশন করেছিলেন অ্যাতলেটিকোর বস সিমিওনে৷ বদলার ম্যাচ জিতে পাল্টা সেই একই আপত্তিকর ইঙ্গিতে সেলব্রিশন করেন রোনালদো৷ তারপর তার বিরুদ্ধে শাস্তির দাবি জোড়ালো হয়৷ শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না সিআর সেভেন৷ আপত্তিকর গোল সেলিব্রেশনের জন্য অ্যাতলেটিকোর কোচ সিমিওনের বিরুদ্ধে ১৯ দশমিক ৬১০ হাজার ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছিল৷ এবার রোনালদোর বিরুদ্ধে শাস্তি স্বরূপ ২০ হাজার ইউরো জরিমানা করল উয়েফা৷ আপত্তিকর ইঙ্গিতের কারণে সামনের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে রোনালদোকে ব্যান করার আশঙ্কা দেখা দিলেও কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে না সিআর সেভেনকে৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//