আবাহনী-রূপগঞ্জ সুপার সিক্সে
প্রকাশিত : ১২:০৭, ২ এপ্রিল ২০১৯
আবাহনী লিমিটেডের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্স নিশ্চিত করল লিজেন্ডস অব রূপগঞ্জ।
গতকাল সোমবার অষ্টম রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী। ২৬২ রান তাড়ায় ৩২.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় খেলাঘর।
একই দিনে অষ্টম রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)। ফলে সুপার সিক্স নিশ্চিত হয়েছে দলটির।
এই জয়ে ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রূপগঞ্জ।
বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আবাহনী। রবিউল হকের ছোবলে দ্রুত দুই ওপেনারকে হারায় আবাহনী। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন শান্ত ও সাব্বির। তৃতীয় উইকেটে গড়েন ৯৩ রানের জুটি।
ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত (৬০), সাব্বির রহমান (৪৯) ও মাসুম খান টুটুল (৪৭) ছাড়া আর কেউই সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারতে পারেননি। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৪ বোলে ২৬২ রানে অলআউট হয় গতবারের চ্যাম্পিয়নরা। তবে এ মাঝারি মানের পুঁজি নিয়েই দুর্দান্ত নৈপুণ্য দেখান আবাহনীর বোলাররা। আর তাই মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় খেলাঘর। দলটির পক্ষে সর্বোচ্চ স্কোরার মোসাদ্দেক ইফতেখার রাহি। পাঁচ নম্বরে খেলতে নেমে ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি।
ফলে সহজ জয়ে অষ্টম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পয়েন্ট সমান হলেও রূপগঞ্জের চেয়ে নেট রান রেটে এগিয়ে আবাহনী।
অন্যদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় রূপগঞ্জ। এখানেও জয়ের কারিগর বোলাররাই।
পেসার ঋষি ধাওয়ানের মারাত্মক বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বিকেএসপি। শামীম পাটোয়ারি ৫২ রান করলেও বাকিদের ব্যর্থতায় সমৃদ্ধ হয়নি দলটির স্কোর। ১০ ওভারে ৫১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন ধাওয়ান।
১৮২ রানের সহজ টার্গেটকে আরও সহজ করে দেন রূপগঞ্জের হয়ে ওয়ান ডাউনে খেলতে নামা মুমিনুল হক। ৯৩ রান করে আউট হন এই বাঁহাতি। ৫ ওভার হাতে রেখেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় রূপগঞ্জ।
বিকেএসপির সুমন খান ও আব্দুল কাইয়ুম ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রূপগঞ্জের ধাওয়ান।
একে//