ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

তাসকিন আহমেদের জন্মদিন আজ

প্রকাশিত : ১০:১৩, ৩ এপ্রিল ২০১৯

আজ টিম টাইগারের ডানহাতি ফাস্ট বোলার ও বামহাতি ব্যাটসম্যান তাসকিন আহমেদের জন্মদিন। ১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। এবার তিনি ২৪ বছরে পা রাখলেন।

২০১১ সালের অক্টোবরে ঢাকা মেট্রোপলির হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

এরপর ২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।

তাসকিন ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

২০১৭ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্ট সিরিজের ১ম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুভাশিস রায়ের সঙ্গে তারও টেস্ট অভিষেক হয়।

নিয়মিতভাবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন তাসকিন। তবে বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তাসকিন।

২০১৬ সালের ১৯ মার্চ আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে তাদের দু’জনেরই কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে জানায়। পরে অবশ্যই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

তাসকিন এ পর্যন্ত ৩২টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলে ৪৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি