ফিরতি পর্বেও হোঁচট পিএসজির
প্রকাশিত : ১২:১০, ৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:১৯, ৮ এপ্রিল ২০১৯
লিগ ওয়ানে শিরোপা প্রায় নিশ্চিতই করে ফেলেছে পিএসজি। কিন্তু এবার ঘরের মাঠেও হোঁচট খেল ফরাসি জায়ান্টরা। ফলে শিরোপা উদযাপনের অপেক্ষা বাড়ল টমাস টুখেলের দলটির।
রোববার রাতে পার্ক দেস প্রিন্সেসে স্ট্রাসবুর্গকে স্বাগত জানায় পিএসজি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। গত ডিসেম্বরে লিগের প্রথম পর্বে স্ট্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।
নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ত্রয়োদশ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। ডিফেন্ডার কলিন ডাগবার পাস পেয়ে ডি বক্সে প্লেসিং শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড।
তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে ম্যাচটি সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা। আর ম্যাচের ৩৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার অঁতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় সফরকারীরা। ১-২ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৬৯তম মিনিটে দানি আলভেস সমতা ফেরানোর সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয়েছে তা। অবশেষে ম্যাচ শেষের ৮ মিনিট আগে সমতায় ফেরে শিরোপাধারীরা। স্বদেশি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।
ম্যাচের বাকি সময়ে জালের দেখা পায়নি কোনও দল। ফলে আসরে তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এই ড্রয়ে ৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ২০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগামী রোববার লিলের বিপক্ষে হার এড়াতে পারলেই ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে পিএসজি।
সূত্র: লাইভস্কোর ডটকম
একে//