আইপিএল ২০১৯: পয়েন্ট টেবিলে কোন দল কোথায়
প্রকাশিত : ১৪:৫৮, ১৯ এপ্রিল ২০১৯
ভারতের রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিল একনজরে-
চেন্নাই সুপার কিংস
লিগে সবচেয়ে ধারাবাহিক দল৷ ৯ ম্যাচে জয় ৭টিতে৷ ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০১৯ এর পয়েন্ট তালিকার মগডালে ধোনির চেন্নাই৷
মুম্বাই ইন্ডিয়ান্স
কোটলায় দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগের সেকেন্ড বয় এখন রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স৷ ৯ ম্যাচে জয় ৬টি তে, সংগ্রহ ১২ পয়েন্ট৷ ২০১৯ আইপিএলে শুরুটা ভালোভাবে না করলেও ক্রমেই নকআউটের দাবিদার মুম্বাই ফ্র্যাঞ্চাইজি৷
দিল্লি ক্যাপিটালস
টানা তিন ম্যাচ জয়ের পর বৃহস্পতিবার ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে হার, দ্বিতীয় স্থান হাতছাড়া করে ক্যাপিটালস দল এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে৷ ৯ ম্যাচে দিল্লির জয় এসেছে ৫টিতে৷ পয়েন্ট ১০।
কিংস ইলেভেন পঞ্জাব
৯ ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট৷ ধারাবাহিকতার একটু অভাব রয়েছে৷ নকআউটে যাওয়ার আশা দেখাচ্ছে প্রীতির ফ্র্যাঞ্চাইজি৷
সানরাইজার্স হায়দারাবাদ
টানা তিন ম্যাচ হারের পর অধিনায়ক উইলিয়ামসনের নেতৃত্বে ফের জয়ের ছন্দে ফিরেছে নিজামের শহরের এই ফ্র্যাঞ্চাইজি৷ দলের প্রধান শক্তি ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা৷ ওয়ার্নার-বেয়ারস্টো দারুণ ছন্দে রয়েছেন৷ বোলিংয়ে রশিদ, কউল, সন্দীপরা দুর্দান্ত৷ ৮ ম্যাচে পয়েন্ট ৮৷ যে কোনও মুহূর্তে হিসাবে উল্টে দিয়ে ফের পয়েন্ট টেবিলের উপরের সারিতে ফিরে আসতে পারে এই দল৷
কেকেআর
উনিশের আইপিএলে শুরুটা দারুণ হলেও এখন ছন্দপতন৷ রাসেল-নারিনের চোট রয়েছে৷ দলের হাল ধরতে হবে দীনেশকেই৷ ৮ ম্যাচে পয়েন্ট ৮৷ শেষ চারে থাকতে হলে শেষ ৬ ম্যাচে ধারাবাহিকতা দেখাতে হবে নাইটদের৷
রাজস্থান রয়্যালস
৮ ম্যাচে ৪তে জয়৷ বাটলার, স্টোকসরা পারফর্ম্যান্স করলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ৷ জয় এসেছে মাত্র ২ ম্যাচে৷ সেই সঙ্গে অধিনায়ক রাহানের ব্যাটিং ব্যর্থতা তো রয়েছেই৷
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
লিগের সবচেয়ে ব্যর্থ দল৷ ৮ ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতে পকেটে মাত্র ২ পয়েন্ট৷ হার ৭ ম্যাচে৷ ১২ মৌসুম ধরলে এটাই ব্যাঙ্গালোরের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//