সাকিবের উদ্দেশ্য কি পূরণ হলো?
প্রকাশিত : ১৪:২২, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:২৮, ২৬ এপ্রিল ২০১৯
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর মাঠে গড়াচ্ছে আগামী ৩০ মে। আর ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে।
চোটে পড়ায় নিউজিল্যান্ড সফর হাতছাড়া করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যে লক্ষ্যে গিয়েছিলেন, সেটি কি পূরণ হলো?
আসলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে সাকিবের লক্ষ্য ছিল আইপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে সেরে ফেলা। কিন্তু টানা ৮ ম্যাচে বসে থাকায় সে লক্ষ্য পূরণ হয়নি তার।
অপেক্ষার প্রহর শেষে আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। গত ম্যাচ খেলেছেন। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষেও হয়তো খেলবেন। আয়ারল্যান্ড সফরের আগে এটাই হয়তো বাঁহাতি অলরাউন্ডারের শেষ ম্যাচ।
টাইগারদের কোচ স্টিভ রোডস বলেন, আশা করছি আইপিএলে সাকিব দুই-তিনটা ম্যাচ পাবে। সে খেলতে না পারলে ঠিকমতো অনুশীলন হচ্ছে কি না, এই নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু না সে সেখানে ভালোভাবেই অনুশীলন করতে পারছে। টিভিতে দেখলাম আইপেএলের গত ম্যাচে খুবই স্বচ্ছন্দ ছিল সাকিব। দেখে ফিট মনে হয়েছে।
সাকিব যদি আইপিএলে ম্যাচ খেলতে পারতেন, সেটির চেয়ে আদর্শ প্রস্তুতি আর কিছু হতে পারত না। রোডস অবশ্য এটি নিয়ে চিন্তিত নন। বরং সাকিবের না খেলতে পারার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন বাংলাদেশ কোচ। বলেন, সাকিব খেলতে না পারায় তার খিদেটা আরও বেড়েছে। আর সাকিব হায়দরাবাদের মতো দলে জায়গা পায়নি, এটা তাকে বিশ্বকাপে দারুণ কিছু করতে, নিজের সামর্থ্য প্রমাণে আরও উৎসাহিত করবে। আমার মনে হয় এতে বাংলাদেশ উপকৃত হবে।