ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হকি ফেডারেশনের নির্বাচন আজ

প্রকাশিত : ০৮:১১, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:১১, ২৯ এপ্রিল ২০১৯

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। কিন্তু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে বদলে গেছে নির্বাচনের ভেন্যু। জাতীয় ক্রীড়া পরিষদ নয়, নির্বাচন অনুষ্ঠিত হবে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।

অবশ্য ভেনু পরিবর্তন-সংক্রান্ত গুঞ্জন আগেই ছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় তেমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন রিটার্নিং অফিসার। তবে হকি ফেডারেশনের নির্বাচনের আগের দিন এক বিজ্ঞপ্তিতে বদলে গেল ভেনু। এ নিয়ে উত্তপ্ত হকির নির্বাচনের মাঠ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে ভেনু পরিবর্তন করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৮৪ জন কাউন্সিলর সোমবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। দুই প্যানেলে অনুষ্ঠিত হবে এবারের হকি নির্বাচন।

একদিকে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক তারকা খেলোয়াড় সাজেদ এ আদেল ও আবদুস সাদেকের সমন্বয়ে সাজেদ-সাদেক পরিষদ। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি একেএম মুমিনুল হক সাঈদ ও হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি আবদুর রশিদ শিকদারের ‘বাঁচাও হকি’ নামে রশিদ-সাঈদ পরিষদ।

২০০৫ সালে সর্বশেষ হকির নির্বাচনে অংশ নিয়েছিলেন কাউন্সিলররা। পরে ২০১৭ সালে একবার নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছিল। তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত খাজা রহমতউল্লাহ এবং সহ-সভাপতি আবদুর রশিদ সিকদার সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী ছিলেন। কিন্তু বন্যার কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর প্রায় দেড় বছর পর নির্বাচন নিয়ে ফের সরগরম হকি অঙ্গন।

ইতিমধ্যে নিজেদের পরিষদের ইশতেহার ঘোষণা এবং প্যানেল পরিচিতিও করেছে রশিদ-সাঈদের বাঁচাও হকি পরিষদ। আর রোববার রাতে সেই আনুষ্ঠানিকতা পালন করলো সাজেদ-সাদেক পরিষদ।

তবে সব ছাপিয়ে গতকাল রোববার আলোচনায় ছিল নির্বাচনের ভেন্যু পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনার শাহ আলম সরদার হকির ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সকে নির্বাচনের ভেন্যু হিসেবে ঘোষণা দেন।

নির্বাচন কমিশনার শাহ আলম সরদার জানান, নির্বাচনের পরিবেশ পরিস্থিত ঠিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই ভেন্যু বদল করা হয়েছে। যা ইতিমধ্যে দু’পক্ষই জেনেছে এবং তারা সেভাবেই কাজ শুরু করেছে।

তিনি বলেন, এনএসসি ভবনে ভোট গ্রহণ নিয়ে কিছু কাউন্সিলরের উদ্বেগ ছিল। এখানকার প্রভাবশালী প্রার্থীর কারণে ওই উদ্বেগ। যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

৮৪ কাউন্সিলর পরবর্তী মেয়াদে বাংলাদেশ হকি ফেডারেশনের পরিচালনা পরিষদ নির্বাচিত করবেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি