বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল সন্ধ্যায়
প্রকাশিত : ০৯:০৬, ৩ মে ২০১৯ | আপডেট: ১২:০৪, ৩ মে ২০১৯
শুরুতে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল নির্ধারিত ছিল শুক্রবার। কিন্তু একদিন পিছিয়ে শনিবার ফাইনালের তারিখ নির্ধারণ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সেই শুক্রবারেই হচ্ছে ফাইনাল। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এতে সফরকারী লাওসের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী দল।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা লাভের আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিদ্বন্দ্বী দল দুটির কোচ ও অধিনায়করা।
বাফুফে ভবনে ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে লাওসের প্রধান কোচ ভং মি সে বলেন, ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলেরই শিরোপা জয়ের সমান সুযোগ থাকবে। বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ফাইনালে স্বাগতিক দলই ফেভারিট।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের নারী দল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।
অপরদিকে গ্রুপ পর্বের সুচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেওয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনাল ম্যাচে গ্যালারির টিকিটের মুল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা। আর ভিআইপি টিকিটের মূল্য ২০০ টাকা। ম্যাচের দিন স্টেডিয়াম প্রাঙ্গনে টিকিট পাওয়া যাবে। তবে কোন টিকিট লাগবে না স্কুলের ছাত্র-ছাত্রীদের। স্কুলের পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা টিকিটে তারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে বলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।
একে//