ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

বিকেলে উইন্ডিজের মুখোমুখী হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১০:১৮, ৭ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আয়ার‌ল্যান্ডের ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।

এর আগে রোববার আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ত্রিদেশীয় সিরিজের। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ফুরফুরে মেজাজে ক্যারিবিয়ানরা। অপরদিকে, প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে মাশরাফির দল।

আসন্ন বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হতে পারে এ সিরিজ। তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এর প্রতি বিশেষ নজর রাখছেন। গেলবার চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ড সফর করেন মাশরাফিরা। প্রস্তুতিটাও ভালো হয়েছিল। সেবার ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরে বেশ ভালো করেন তারা, খেলেন সেমিফাইনালে।

তবে এবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছে সফরকারীরা। তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন তারা। জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন সাকিব-তামিমরা।

এখন পর্যন্ত ক্যারিবিয়নদের বিপক্ষে ৩৪টি ওয়ানডে খেলেছেন টাইগাররা। ২১ হারের বিপরীতে জয় এসেছে ১১টিতে। তবে, হারগুলো অবশ্য আগের। সাম্প্রতিক সময়ে অধিকাংশ ম্যাচাই জিতেছে  বাংলাদেশ। এখন দেখার বিষয় সেই ধারা বজায় রাখতে পারেন কি না মাশরাফিরা।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ :

জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।

আই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি